বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের হাতে প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকবে না। ভোটারদের শুধু দলের প্রতীককে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।
রিজভী শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে জেলা বিএনপির নতুন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
পিআর পদ্ধতি নিয়ে সতর্কবার্তা রিজভী বলেন, দেশের জনগণ পিআর পদ্ধতির সঙ্গে অপরিচিত। “হঠাৎ কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে, যা নির্বাচন বিলম্বিত করতে চাওয়ার একটি কৌশল হতে পারে।”
তিনি বলেন, বিএনপির সদস্য হবে শিক্ষিত, মেহনতি ও ভদ্র সমাজের মানুষ, কিন্তু কোনো চাঁদাবাজ বা দখলবাজ নয়। যারা গণতন্ত্রকে শ্বাসরুদ্ধ করেছে, তারা দলের সদস্য হতে পারবে না।
দেশের ভবিষ্যত ও জনগণের ত্যাগ নিয়ে রিজভী বলেন, ৩০ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে এদেশ অর্জিত হয়েছে। শেখ হাসিনার সময়ে চালানো হিংস্রতা বাংলাদেশের মানুষের ওপর ভয় সৃষ্টি করেছে, যা জনগণ পরাজিত করেছে। তিনি যোগ করেন, “এখন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এবং জেলা নেতারা।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেন। প্রধান অতিথি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের ফরম বিতরণ করেন।