প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছেন—যদি কোনো কেন্দ্রে অনিয়ম বা ভোটকেন্দ্র দখলের ঘটনা ঘটে, তবে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। তিনি আরও জানান, যারা ব্যালট বাক্স দখলের স্বপ্ন দেখছেন, তাদের এবার কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে।
শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) হলরুমে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, “আমরা কোনো রাজনৈতিক বিতর্কে যাব না। সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেব না। সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। সরকার এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি, তবে চাপ দিলে আমি পদত্যাগ করব।”
তিনি আরও বলেন, নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করতে ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে এবং নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচনকে ঘিরে প্রায় ৭৭ হাজার কর্মীকে মাঠে নামানো হয়েছে এবং তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
আওয়ামী লীগের প্রসঙ্গে সিইসি জানান, বর্তমানে তাদের বিচার প্রক্রিয়া চলমান থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা নির্ভর করবে আদালতের রায়ের ওপর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।