২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালায়। ওই অভিযানে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং আরও প্রায় ২৫০ জনকে ধরে নিয়ে যাওয়া হয় গাজায়।
এই ঘটনার পর চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল (অব.) আহারোন হালিভা। তিনি প্রকাশ্যে বলেন—“৭ অক্টোবর হামলায় যে প্রতিটি ইসরায়েলি নিহত হয়েছে, তার বদলে অন্তত ৫০ ফিলিস্তিনিকে মরতে হবে।”
সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ একটি অডিও ফাঁস করেছে, যেখানে হালিভাকে এমন ভয়াবহ বক্তব্য দিতে শোনা যায়। শুধু তাই নয়, তিনি এই গণহত্যাকে “ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয়” বলে দাবি করেন।
অডিওতে তিনি আরও উল্লেখ করেন, ১৯৪৮ সালের গণ বাস্তুচ্যুতির মতো ফিলিস্তিনিদের আবারও উচ্ছেদ করতে হবে। তার ভাষায়, “ফিলিস্তিনিদের আরেকটি বাস্তুচ্যুতি দরকার, যাতে তারা ইসরায়েলিদের হত্যার প্রকৃত মূল্য বোঝে।”
উল্লেখ্য, হামাসের ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ প্রতিহত করতে ব্যর্থতার দায়ে আহারোন হালিভা ২০২৪ সালের এপ্রিলে সামরিক গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করেন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
