শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করতে আলাদা কমিশন গঠন এবং বিচারিক হত্যা মামলাগুলোর পুনঃতদন্তসহ ৬ দফা দাবি নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘জুলাই মঞ্চ-২৪’।
শুক্রবার বিকেলে মতিঝিলের শাপলা চত্বরে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। জুলাই মঞ্চ-২৪ এর আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম ফারুকী অন্তর্বর্তী সরকারের সময়েই এসব দাবি পূরনের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, ড. ফয়জুল হক, শাপলা হত্যাকাণ্ডে নিহত বুয়েট শিক্ষার্থী রেহান আহসানের বোন ফারিয়া প্রমুখ।
ফাহিম ফারুকী বলেন, মঞ্চ-২৪ মূলত আত্মপ্রকাশ করেছে আওয়ামী লীগ সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধের নামে আন্তর্জাতিক আদালতে সংঘটিত বিচারিক হত্যাকাণ্ডের পুনঃবিচারের দাবিতে। এসব বিচারিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, গণজাগরণ মঞ্চ সৃষ্টি করে যারা সারা দেশে ফ্যাসিবাদ কায়েমে করেছিলেন, সেই লাকি আক্তার, ইমরান এইচ সরকারসহ জড়িতদের অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন বিচার শুরু করতে হবে।
তিনি আরো বলেন, ন্যায়বিচার পাওয়াই আমাদের একমাত্র চাওয়া।
আমাদের দাবি জনগণের দাবি। গণজাগরণ মঞ্চের মাধ্যমে ‘মব’ সৃষ্টি করে দেশের শ্রেষ্ঠ আলেমদের হত্যা করেছে। এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে। গণজাগরণ মঞ্চের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে আমরা লাগাতার কর্মসূচি দেব।
জুলাই মঞ্চ–২৪’র ৬টি দাবি হলো- ২০১৩ সালের ৫ মে হত্যাকাণ্ডের বিচার করতে আলাদা কমিশন এবং সেদিন আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে নিহত শহীদদের সংখ্যাসহ সব তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, মানবতাবিরোধী অপরাধের নামে আন্তর্জাতিক আদালতে বিচারিক হত্যাকাণ্ডে পুনঃবিচার, শাহবাগের গণজাগরণ মঞ্চ সৃষ্টি করে যারা ‘মব’ আর ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, পিলখানা হত্যাকাণ্ডের কুশীলবেদর চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা, যেসব মিডিয়াকর্মী শাপলা হত্যাকাণ্ড নিয়ে ভুল তথ্য প্রচার করেছে তাদের আইনের আওতায় আনতে হবে।
এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশন গঠন এবং আগামী নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব অঙ্গ, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্যদের চিহ্নিত করে মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।