জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভ্রান্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
এদিন সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত আছেন কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করা উচিত। তিনি দাবি করেন, জনগণের সামনে বিষয়টি তুলে ধরা প্রয়োজন। তিনি ঘটনার স্বচ্ছ ও বিস্তারিত তদন্তেরও আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি বিশেষভাবে অনুরোধ, নির্বাচনের সময়ে বিভ্রান্তিকর বক্তব্য না ছড়িয়ে দিন। যারা নির্বাচন বানচালের চেষ্টা বা বর্জন করবেন, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবেন।
এর আগে গুলশানে চাঁদাবাজি নিয়ে বুধবার (১৩ আগস্ট) রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জান আলম অপুর বক্তব্য প্রকাশ পায়। ভিডিওতে তিনি ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে এক উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করেন।
এই বিষয়ে বৃহস্পতিবার জাতীয় জাদুঘরে সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, ভিডিওর স্বীকারোক্তি জোরপূর্বক আদায় করা হয়েছে একজন বিএনপি নেতার মাধ্যমে।
