বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফেব্রুয়ারি মাসের নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, “আজকে আমরা অনেক কথা শুনি। কেউ হুমকি দেন, আগামী নির্বাচন হতে দেবেন না। সেই স্বৈরাচারের পদধ্বনি আমরা শুনতে পাই। এজন্যই আমরা আশঙ্কিত।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনারকে বলেছেন, ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে। কিন্তু সরকারের কিছু অংশের পক্ষ থেকে বলা হচ্ছে—নির্বাচন হতে দেব না। এ থেকেই আমাদের উদ্বেগ।”
বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় উল্লেখ করে তিনি বলেন, “জনগণ সরাসরি তাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে চায় এবং জবাবদিহি নিশ্চিত করতে চায়। পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে।”
ডা. জাহিদ হোসেন বলেন, “ধমক দিয়ে জনগণকে দাবিয়ে রাখা যাবে না। পূর্ববর্তী স্বৈরাচারের বহু ধামকি, গুম, শহীদ হওয়া সত্ত্বেও মানুষের স্বাধীনতা অটুট ছিল। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশের মানুষ তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারুক।”
এর আগে ডা. জাহিদ হোসেন ড্যাবের নবনির্বাচিত নেতাদের সঙ্গে শহীদ জিয়ার কবর জিয়ারত করেন এবং দেশ ও জিয়া পরিবারের জন্য দোয়া করেন।