জম্মু ও কাশ্মীরের উরিতে পাকিস্তানি সেনাদের সঙ্গে গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম NDTV ও India Today বুধবার (১৩ আগস্ট) পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে ভারতের সীমানায় অনুপ্রবেশের চেষ্টা চালায় একদল লোক।

এটি সাধারণ অনুপ্রবেশের চেয়ে ভিন্ন ছিল, কারণ পাকিস্তান সেনাবাহিনী এদের সহায়তা করেছিল।

ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়, এবং এক ভারতীয় সেনা গুরুতর আহত হয়ে নিহত হন।

অনুপ্রবেশকারীদের প্রচেষ্টা ব্যর্থ হলেও, খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে তারা পালিয়ে যায়।

এ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

মাঝে মাত্র তিনদিন আগে দক্ষিণ কাশ্মীরের কুলগামে আরেকটি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে গিয়ে দুই ভারতীয় সেনা নিহত হন, আরও দুজন গুরুতর আহত হন।

এর আগেও গত ২২ এপ্রিল, পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন।

সেই হামলার পর ভারত-পাকিস্তান টানা ১৯ দিন যুদ্ধের পরিস্থিতিতে ছিল, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি দিয়ে সমাধান হয়।

তবুও সীমান্তে উত্তেজনা কমেনি – সাম্প্রতিক সংঘর্ষগুলো ফের উত্তেজনা বাড়াচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version