বিএনপির রাজনীতি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে সতর্ক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের নেতা (তারেক রহমান) তার নিজস্ব রাজনৈতিক কৌশল ও আন্দোলনের মাধ্যমে নির্বাচনকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিয়ে এসেছেন। এখন আমাদের দায়িত্ব একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করা।” তিনি সব সহযোগী সংগঠনকে এ লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে—এই বাস্তবতা মেনে নিতে না পেরে আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যাচার চালানো হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও সচেতন থাকতে হবে।”

Share.
Leave A Reply

Exit mobile version