জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এর ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হবে।
বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি থাকবেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কর্মসূচি সফল করতে রাজধানীবাসী ও সর্বস্তরের জনশক্তিকে শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।