সৌদি আরবে ঘটেছে এক অনন্য দৃষ্টান্ত। নিজের সতীন ও স্বামীর দ্বিতীয় স্ত্রীকে লিভারের ৮০% দান করে বাঁচালেন প্রথম স্ত্রী নৌরা সালেম আল-সামারি। শনিবার (৯ আগস্ট) সৌদি গ্যাজেট ও সংবাদমাধ্যম ওকাজ এ খবর প্রকাশ করেছে।
জানা যায়, মাজেদ বালদাহ আল-রোকির দ্বিতীয় স্ত্রী তাগরিদ আওয়াদ আল-সাদি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও নেওয়া হলেও সুস্থতা ফেরেনি।
তাগরিদের কষ্ট লাঘবে স্বামী মাজেদ নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন। তবে সেই মুহূর্তে চমকে দেন তার প্রথম স্ত্রী নৌরা—তিনি ঘোষণা দেন, সতীনের জীবন বাঁচাতে নিজের লিভারের ৮০% দান করবেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।
টিস্যুর সামঞ্জস্যতা পরীক্ষায় মিল পাওয়ার পর সফলভাবে অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার সম্পন্ন হয়। এ মানবিক উদ্যোগে স্থানীয়রা নৌরার নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের প্রশংসা করছেন।