জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক বরখাস্ত নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে স্বামীর নামে নিজের নাম লেখার অভিযোগ তুলেছেন নারীনেত্রী নীলা ইসরাফিল।
নীলা শনিবার (৯ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে জানিয়েছেন, ঢাকার একটি হাসপাতালে ভর্তি থাকার সময় তার অজান্তে স্বামীর নামের জায়গায় তুষার নিজের নাম বসিয়েছে।

তিনি বলেন, “এটা কোনো ভুল নয়, বরং আইনগত জালিয়াতি। বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ। অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য পরিবর্তন করা মানবাধিকার লঙ্ঘন।”
নীলা আরও অভিযোগ করেন, এই ভুয়া তথ্য ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবহার হতে পারে এবং তার সামাজিক ও আইনি নিরাপত্তা ক্ষুণ্ন করতে পারে। তিনি দ্রুত ঘটনাটির তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অন্যদিকে, সারোয়ার তুষার ফেসবুকে জানিয়েছেন, নীলা মাথায় আঘাত নিয়ে তার অফিসে এসেছিলেন। পুলিশ ও মানবাধিকারকর্মী লেনিন ভাইকে ডেকে তার ভর্তি ব্যবস্থা করা হয়েছে।
তুষার জানান, ভর্তি ফরম ইন্টার্ন ডাক্তাররাই পূরণ করেছেন, এবং তিনি ফর্মের লেখা খেয়াল করেননি।
তিনি অভিযোগের প্রতিবাদ করে বলেন, “হাসপাতালে নারীদের ক্ষেত্রে স্বামী বা পিতার নাম লেখা হয়, আর যদি নাম জানা না থাকে তবে C/O অর্থাৎ ‘কেয়ার অফ’ হিসেবে যে ভর্তি করিয়েছে তার নাম লেখা হয়। এটা হাসপাতালে প্রচলিত নিয়ম। আমি কী পাগল? বাটপারির একটা সীমানা থাকা দরকার!”
তুষার দাবি করেন, এই বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে এবং তিনি এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।