বড় পর্দায় কাজ না করলেও বর্তমানে মডেলিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন স্নিগ্ধা চৌধুরী। মডেলিংয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি ফেসবুকে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যা তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
ছবিগুলো পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড় উঠে গেছে ফেসবুকে। অনেকেই মন্তব্য করছেন—‘বৃষ্টিতে ঝড় তুলেছে স্নিগ্ধা।’ কেউ কেউ আবার ছবিগুলো নিজেদের টাইমলাইনে শেয়ার করে মুগ্ধতা প্রকাশ করেছেন।
প্রশংসার পাশাপাশি ছবিগুলো ঘিরে সমালোচনাও হচ্ছে অনেক। বৃষ্টিভেজা ছবি নিয়ে আলোচনা ও সমালোচনা নিয়ে স্নিগ্ধা আরটিভিকে বলেন, আসলে ছবিগুলো ওরকম কোনো প্ল্যান নিয়ে তোলা হয়নি। এগুলো আমার ফ্যামিলি ট্রিপে তোলা। ছবিগুলো আমার ভাই তুলেছে। ও পড়াশোনা করছে। ওর আসলে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করার শখ। এত ভালো রেসপন্স আসবে, এটা বুঝতে পারিনি।
সমালোচনা নিয়ে তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই ছেলেদের কাছ থেকে এত বেশি কমপ্লিমেন্ট পেয়েছি যে, ছেলেদের কমপ্লিমেন্ট বা ছেলেদের খারাপ কথা বলা এটা আমাকে একদমই টাচ করে না। কারণ এই দেশের সত্তর পার্সেন্ট ছেলে খারাপ কমেন্ট করবে, এটা খুব স্বাভাবিক। আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমাদের এক্সপেক্টেশন এমনই থাকে। এটাই আমরা আশা করি। বরং, খারাপ কমেন্ট না করলে আমরা অবাক হয়ে যাই।
স্নিগ্ধা আরও বলেন, এটা হয়তো কোনোদিনই বন্ধ হবে না। অথবা তাদের পারিবারিক শিক্ষা কম আছে, ঘাটতি আছে। এটাতে আমার কোন কমেন্ট নেই বা আমি বলতেও চাই নাই। আমার ভিডিও বা ফটোতে মেয়েদের খুব ভালো রেস্পন্স দেখেছি। আমি ম্যাক্সিমাম শেয়ার মেয়েদেরই দেখেছি। তারা খুব সুন্দর করে আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে। তো মেয়েদের যে মেয়েদেরকে এভাবে আপ্লোড করা বা অ্যাপ্রিশিয়েট করার বিষয়টা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর খারাপ মন্তব্যগুলো আমি দেখি না। আপনি বলতে পারেন এটা আমাকে একদমই টাচ করে না।