৫ আগস্টের পর সব জায়গায় সংস্কার কার্যক্রম চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো যদি একসঙ্গে বসে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করত, তাহলে হল রাজনীতি বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হতো না।
শনিবার (৯ আগস্ট) বিকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ছাত্র সংগঠনগুলোর আরেকটু ম্যাচিওর হওয়ার সুযোগ ছিল। ছাত্র সংগঠনগুলো একসঙ্গে বসে, শিক্ষার্থীবান্ধব রূপরেখা ও বোঝাপড়া তৈরি করা উচিত। তবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রাজনীতি বন্ধ করার যে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, বিসিবির একটি দল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম সংস্কারের জন্য পরিদর্শন করে গেছেন। দ্রুতই সংস্কার শুরু হবে। সংস্কার শেষে রাজশাহী স্টেডিয়ামে এবারের বিপিএলের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে রাজশাহী জেলা ক্রিকেট দলের খেলোয়ারদের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।