গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা ২৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে উড্ডয়ন করে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩২৭ ফ্লাইট। তবে উড়াল দেওয়ার কিছুক্ষণ পরই উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশে ত্রুটি দেখা দেয়, ফলে যাত্রীরা পড়ে যান অস্বস্তিকর অবস্থায়। পরিস্থিতি বিবেচনায় পাইলট ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। প্রায় এক ঘণ্টা আকাশে উড়ার পর ফ্লাইটটি রাত ১টা ৩১ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
পরে রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে ওই ফ্লাইটের যাত্রীদের আবুধাবি পাঠানো হয়।
শুক্রবার (৮ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, বিকল্প হিসেবে ব্যবহার করা উড়োজাহাজটি আজ বেলা ১১টা ৩০ মিনিটে একটি ফ্লাইট নিয়ে ব্যাংকক যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়মতো সেটি ছেড়ে যেতে পারেনি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংককগামী ফ্লাইটটি আজ (শুক্রবার) বিকেল ৫টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে।
এর আগে গত ৬ আগস্ট বিমানের ব্যাংককগামী একটি ফ্লাইট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। সেদিনও যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে গন্তব্যে পাঠানো হয়। একইভাবে গত ২৮ জুলাইও দাম্মামগামী বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ একই পরিস্থিতির মুখোমুখি হয়ে এক ঘণ্টা আকাশে ওড়ার পর ঢাকায় ফিরে আসে।