আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ও ভিডিও এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তারকাদের জীবনে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে। এআই প্রযুক্তির মাধ্যমে অল্প সময়েই যেকোনো নারীর অশ্লীল ও আপত্তিকর ছবি-ভিডিও তৈরি করে ছড়িয়ে দেয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এতে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে তাদের।
মাত্র কয়েক মাসের মধ্যে দেশের একাধিক তারকা অভিনেত্রীর ডিপফেক ছবি-ভিডিও ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে অনেকেই অবশ্য কথা বলেছেন। কেউ কেউ সচেতন হওয়ার বার্তা দিয়েছেন। কেননা, বিষয়টি নিয়ে কম-বেশি সবাই চিন্তিত। এবার এই ডিপফেক নিয়ে সরব হলেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সোয়া পাঁচটায় ফেসবুক ভেরিফায়েড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন মেহজাবীন চৌধুরী। সেখানে তিনি লিখেছেন, ‘প্রযুক্তি আজ আমাদের জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। আমরা অনেকেই এর ভালো দিকগুলো নিয়ে আশাবাদী। কিন্তু এর অন্ধকার দিকটা আর অস্বীকার করার সুযোগ নেই।’
‘এআই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি। কিন্তু এটা যখন ভুল মানুষের হাতে পড়ে, তখন তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই এখন এআই ব্যবহার করে সেলিব্রিটিদের বা নারীদের ছবি ও ভিডিও বিকৃত করছে। এগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে, আর যারা বুঝতে পারে না এগুলো ভুয়া, তারা বিশ্বাস করে, মন্তব্য করে, অপমান করে।’
তিনি লিখেছেন, ‘এটা এখন নিত্যদিনের ঘটনা। এমন মানুষদের সংখ্যা বাড়ছে, যারা সারাদিন ধরে শুধুই এসব করে বেড়ায়। তারা ভুল তথ্য ছড়ায়, বিভ্রান্তি তৈরি করে, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে। এটা শুধু অনৈতিক না, এটা একেবারে অপরাধ। এই ধরণের কর্মকাণ্ডকে ডিজিটাল সহিংসতা বলা যায়। এআই থামানো যাবে না, কিন্তু এর অপব্যবহার রোধ করা দরকার। আমাদের দরকার কঠোর আইন, শক্ত প্রতিরোধ, আর জনসচেতনতা। যারা এসব করে, তাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে।’
সবশেষ মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘আমি আশা করি, আমাদের দেশে দ্রুত এমন নিয়ম-কানুন ও শাস্তির ব্যবস্থা হবে, যা সবাই―বিশেষ করে নারীদের জন্যএকটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করবে।’