গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১,১১৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযোগে আরও ৫০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম. শাহাদাত হোসেন এই তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১১৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও ৫০৩ জন। মোট ১৬২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, ৩টি দেশীয় পাইপগান, ১টি বিদেশি রিভলবার, ২টি ওয়াইন শুটারগান, কার্তুজ ১৯ রাউন্ড, গুলির খোসা ৬ রাউন্ড, স্টিলের বার্মিজ চাকু ১টি, ককটেল ৬টি, স্টিলের স্প্রিং চাকু ১টি।