শুধু অভিজ্ঞতা নিতে নয়, এবার অস্ট্রেলিয়ায় ট্রফি জেতার লক্ষ্য নিয়েই যাচ্ছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে মঙ্গলবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছে দলটি।
মোট ১১টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে পাকিস্তান শাহীনস, নেপাল জাতীয় দলসহ অস্ট্রেলিয়ার রাজ্য ও বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজির দলগুলো। ফলে প্রতিযোগিতাটি হতে চলেছে উচ্চমানের ও চ্যালেঞ্জিং।
মিরপুরে এক সংবাদ সম্মেলনে সোহান বলেন, “অনেক ভালো দল খেলবে—পাকিস্তানি দল, নেপাল জাতীয় দল। খুব প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হবে। এই কন্ডিশনে ভালো কিছু করার বড় সুযোগ এটা।”
শুধু শেখার লক্ষ্য নিয়ে নয়, জয়ের মিশন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল।
“লার্নিং প্রসেস কথাটায় আমি খুব একটা বিশ্বাস করি না। অবশ্যই আমরা শিখব, তবে মূল লক্ষ্য ট্রফি জেতা। আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব খেলোয়াড়ের চোখ এখন ফাইনালের দিকে।”
এ টুর্নামেন্ট জাতীয় দলের জন্য সম্ভাব্য খেলোয়াড় বাছাইয়েরও বড় মঞ্চ হতে পারে বলে মত দিয়েছেন সোহান। তরুণ অলরাউন্ডার তোফায়েল আহমেদের ব্যাপারে তিনি বলেন,
“একটা দলে যখন অলরাউন্ডার থাকে, তখন কম্বিনেশন তৈরি করা অনেক সহজ হয়। আমাদের জাতীয় দলে এখন এই জায়গায় ঘাটতি আছে। তোফায়েলের জন্য এটা বড় সুযোগ।”
দলের লক্ষ্য স্পষ্ট—ফাইনাল খেলা ও ট্রফি হাতে দেশে ফেরা।
এখন দেখার পালা, অস্ট্রেলিয়ার মাটিতে কতটা ঝলক দেখাতে পারেন সোহান বাহিনী।