বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন পদ্ধতি নিয়ে—পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে—এই প্রশ্নে কেউ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জীবন দেয়নি। জনগণের একমাত্র চাওয়া ছিল গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, আর তা নিশ্চিত করতে প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন।
শনিবার (২ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে শহীদ পরিবারের প্রতি সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেজর হাফিজ বলেন, সহজ পথ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। জনগণ এলাকায় নেতা হিসেবে তাকে চান- যাকে তারা চেনেন, সব সময় পাশে পাবেন। কিন্তু শুধু মার্কা দিয়ে তাকে কীভাবে চিনতে পারবেন। পিআর পদ্ধতিতে দেখা যাবে ভোলায় যে সংসদ সদস্য হবে, তার বাড়ি কুড়িগ্রামে।
‘প্রবাসীদের নিরাপত্তা জোরদারে সৌদির সঙ্গে চুক্তি শিগগিরই’
তিনি বলেন, আজ একজন শহীদ পিতা বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, আজও তা অর্জিত হয়নি। এটা অত্যন্ত বেদনার কথা। এর কারণ হলো বর্তমান সরকারের কেউ জুলাই চেতনা ধারণা করে না।
বিএনপির এই নেতা বলেন, বিগত ১৫ বছর উপদেষ্টাদের কেউ শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথাও বলেননি। এমনকি প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথা বলেননি। শুধু ড. আসিফ নজরুল মাঝে মাঝে দুই-একটি কথা বলেছেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী আব্দুস সোহবান, এ্যাবের সাবেক মহাসচিব আলমগীর হাসিন আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।