জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আগামীকাল ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়। সেখানে লেখা হয়, ‘ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে।’
এর আগেই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম গত বুধবার (৩১ জুলাই) নরসিংদী পৌরসভার সামনে এক পথসভায় এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন ঘোষণা করব। আপনারা পাশে থাকলে সব দাবি আদায় করব ইনশাআল্লাহ।’
দলীয় নেতারা বলছেন, এই ইশতেহার হবে ভবিষ্যতের রাষ্ট্র গঠনের রূপরেখা। যেখানে জনগণের মৌলিক অধিকার, দুর্নীতিমুক্ত প্রশাসন, এবং নতুন প্রজন্মের নেতৃত্বের অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরা হবে।