রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই একে একে ঘটনাস্থলে ছুটে যায় ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান,
“সকাল ১০টার দিকে আমাদের কাছে খবর আসে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। এরপর দ্রুত একে একে ১১টি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।”
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য মেলেনি।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কেটের আশেপাশে যান চলাচলেও সাময়িক বিঘ্ন ঘটে।
আগুন কীভাবে লাগলো, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।