৭২-এর সংবিধানের চার মূলনীতি বাতিলের অভিযোগ তুলে শেষ মুহূর্তে ঐকমত্য কমিশনের বৈঠন থেকে বর্জন করেছে বাম দলগুলো।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান বৈঠক বর্জন করে তারা।
দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাসদ, বাংলাদেশ বাসদ, বাসদ মাকর্সবাদী।
বৈঠকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয় ‘সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি’ উল্লেখিত থাকবে।
এ সময় বাম রাজনৈতিক দলগুলো সংবিধানের চার মূলনীতি বাদ দেওয়ার অভিযোগ তুলে বৈঠক বর্জন করে। বৈঠক ত্যাগের পর তারা নিচে নেমে এসে গণমাধ্যমের সামনে সংবাদ ব্রিফিং করেন।