যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যুদ্ধ থামাতে রাশিয়ার হাতে এখন মাত্র ১০ থেকে ১২ দিনের সময় আছে। তা না হলে, রাশিয়াকে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা ও শুল্কের মুখোমুখি হতে হবে।
আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “যুদ্ধ বন্ধ না হলে আমরা শুল্ক আরোপ করব এবং অন্যান্য ব্যবস্থা নেব। রাশিয়া মনে হয় যুদ্ধ চালিয়ে যেতে চায়। তবে আমরা শুল্কসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হব।”
ট্রাম্প আরও জানান, সোমবার তিনি রাশিয়ার ওপর ‘সেকেন্ডারি ট্যারিফ’-এর হুমকি দিয়েছেন। যার মানে, রাশিয়ার সঙ্গে ব্যবসা করা তৃতীয় দেশগুলোকেও শুল্কের আওতায় আনা হতে পারে। এ সময় তিনি আগের ৫০ দিনের সময়সীমা কমিয়ে ১০-১২ দিন নির্ধারণ করেন, যা অনেক বেশি কঠোর সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
ট্রাম্প বলেন, “আমাকে এখন বিষয়টি পুনর্মূল্যায়ন করতে হচ্ছে। আমি যে ৫০ দিনের সময় দিয়েছিলাম, তা কমিয়ে আনছি। কারণ আমি জানি, এর উত্তর কী হতে পারে।”
এই অবস্থানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, “জীবন রক্ষায় এবং এই ভয়াবহ যুদ্ধ বন্ধে মনোনিবেশ করার জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাই।”
তবে এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা ক্রেমলিনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।