Author: NADEEM
নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্তবড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গন্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। তিনি আরও বলেন, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের…
গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৩১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৭ জন, খুলনা বিভাগে ১৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন। এদিকে…
যুক্তরাজ্যের কঠোর অভিবাসন নীতির প্রভাব পড়তে শুরু করেছে দেশটির উচ্চশিক্ষা খাতেও। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির কৌশল নতুনভাবে বিবেচনা করতে বাধ্য হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন করে বাধা তৈরি হয়েছে। লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি এ বিষয়ে প্রথম উদ্যোগ নেয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা আপাতত বাংলাদেশ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি নেবে না। যুক্তরাজ্যের বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট (বিসিএ) থ্রেশহোল্ডে সম্ভাব্য পরিবর্তনের প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা স্পনসর করার সক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। সরকারের সর্বশেষ অভিবাসন শ্বেতপত্রে বর্ণিত প্রস্তাবনা অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর ‘গ্রিন’ কমপ্লায়েন্স স্ট্যাটাস বজায় রাখার জন্য অনুমোদিত ভিসা প্রত্যাখ্যানের হার মাত্র ৫ শতাংশে নামিয়ে আনা…
জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ আগামী চার-পাঁচ দিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। শনিবার (২৬ জুলাই) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না।’ জাতীয় পার্টির এই নেতা বলেন, নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। এর আগে দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের…
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের সবশেষ তালিকা প্রকাশ করেছে সরকার। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন নিহত ও বিভিন্ন হাসপাতালে ৫০ জন চিকিৎসাধীন রয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব বলেন, উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ১৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন এবং ইউনাইটেড হাসপাতালে একজনের মৃত্যু হয়। তিনি আরও জানান, বর্তমানে ভর্তি ৫০ জনের…
ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ও জাল স্বাক্ষর প্রসঙ্গে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, আমি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, ওই প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া…
মোহাম্মদপুরে ছিনতাই: পুলিশের দুঃখ প্রকাশ, ৪র সদস্য বরখাস্ত
রাজধানীর মোহাম্মদপুর থানায় মোবাইল ছিনতাই ও পুলিশের দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলে বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেন সাংবাদিক আহমাদ ওয়াদুদ। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সদস্যের আচরণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই দুঃখ প্রকাশ করা হয়। ওই পোস্টে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আহমাদ ওয়াদুদের ফেসবুক স্ট্যাটাস “মোহাম্মদপুর থানা পুলিশের সাথে এক ঘণ্টা” আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভিকটিমের ফেসবুক স্ট্যাটাসে বর্ণিত অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট চারজন পুলিশ সদস্য (এসআই জসিম, এসআই আনারুল, কনস্টেবল নুরুন্নবী ও কনস্টেবল মাজেদুল ইসলাম)-কে ইতোমধ্যে দায়িত্ব থেকে সরিয়ে উপ-পুলিশ কমিশনার অফিসে সংযুক্ত করা হয়েছে।…
বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। আজ শুক্রবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেডে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ উইন্টার। এই মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক কমান্ডের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত এই মহড়া চলমান থাকবে। এই মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড এর ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের…
ঢাকার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপার্সন ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ঢাকার সেনানিবাসের বাসায় গিয়ে এই শোক ও সমবেদনা জানানো হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া শহীদ তৌকিরের বাবা মোহাম্মদ তহুরুল ইসলাম, মাতা সালেহা খাতুন, স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজধানীতে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের একই পরিবারের নিহত দুই ভাই-বোন, নাজিয়া ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২৫ জুলাই) দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটির খোঁজ-খবর নেন তিনি। শহীদ নাজিয়া-নাফির বাবা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন। তিনি রিজভী আহমেদের কাছে তার বাচ্চাদের কবরের ওপরে দুই বছর পরে যাতে অন্য কারো কবর না দেয়া হয়; সে বিষয়ে দাবি জানান। ‘মাইলস্টোনের মর্মান্তিক ঘটনার পর থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের সবার খোঁজখবর রাখছেন। সন্তান হারানোর যন্ত্রণা পৃথিবীর সবচেয়ে বড় শোক। আপনার সন্তানদের কবরের ওপর যেন…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.