Author: NADEEM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা খুলনায় পৌঁছেছেন। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে তাদের গাড়িবহর খুলনায় পৌঁছে দেওয়া হয়। এর আগে, দুপুর ২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালালে এলাকায় রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয়। এ সময় পুলিশ-সেনাবাহিনী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে চারজন নিহত হন। এ ছাড়া পুলিশ সাংবাদিকসহ আরও ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। ঘটনার পরপরই এনসিপির নেতাকর্মীদের উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস…
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। হাদি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তাহলে শুক্রবার হাজার হাজার মানুষ নিয়ে গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ করা হবে। তিনি আরও বলেন, এই দেশে বিএনপি, জামাত, এনসিপি আছে। আমাদের তাদের সঙ্গে রাজনৈতিক ঝগড়া আছে। কিন্তু জুলাই ও স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ঝগড়া নেই। এনসিপির উদ্দেশে বলছি—এই সরকারে তোমাদের দুই ভাই…
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কর্মসূচির আগে ও পরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সমাবেশস্থল ও আশপাশের এলাকা একপর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়, পরে কারফিউও ঘোষণা করা হয়। এ নিয়ে গোপালগঞ্জবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে গোপালগঞ্জে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি লিখেছেন, গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না। তিনি আরও বলেন, সব আইনশৃঙ্খলা…
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছে। উজবেকিস্তানের ফুটবলার সারদোর জাকানোভের পারিশ্রমিক পরিশোধ না করায় ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক দায়িত্বশীল সূত্র ফিফার নিষেধাজ্ঞার ফলে আসন্ন মৌসুমের দলবদল কার্যক্রমে অংশ নিতে পারবে না ফকিরেরপুল। অর্থাৎ, নতুন কোনো খেলোয়াড় দলে ভেড়ানোর অনুমতি নেই ক্লাবটির। উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশের ক্লাবগুলো সাধারণত এক মৌসুমের চুক্তিতে ফুটবলারদের নেয়। ফলে আগের মৌসুমে যারা খেলেছেন, তারাও এবার থাকবেন কিনা, সে বিষয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়ে তিনি বলেন, একজন খেলোয়াড় অভিযোগ করেছে পারিশ্রমিক নিয়ে। তাকে নাকি খাবার…
লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অন্তত পাঁচ সদস্য রয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। ইসরায়েল বলেছে, ইরান-সমর্থিত এই গোষ্ঠীর পুনরায় শক্তিশালী হওয়া ঠেকানোর উদ্দেশে মঙ্গলবার লেবাননের পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবাননের বেকা উপত্যকা অঞ্চলে হিজবুল্লাহর অভিজাত যোদ্ধাদের প্রশিক্ষণ শিবির ও অস্ত্রাগার লক্ষ করে বিমান হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত নভেম্বরে লেবানন-ইসরায়েলের যুদ্ধবিরতির পর ওই অঞ্চলে মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী সবচেয়ে প্রাণঘাতী এই হামলা চালিয়েছে। বেকা অঞ্চলের গভর্নর বশির খোদর বলেছেন, নিহতদের মধ্যে…
দীর্ঘদিনের প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই মাসেই সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এরপর ভালোবাসার মানুষটিকে নিয়ে ছুটে বেড়াচ্ছেন দেশ-বিদেশে। যার প্রমাণ মেলে নির্মাতা-অভিনেত্রীর ফেসবুকে। বিয়ের পর স্বামী রাজীবকে নিয়ে মেহজাবীন উড়াল দেন তার প্রিয় দেশ ফ্রান্সে। ঘুরে বেড়ান দর্শনীয় স্থানগুলোতে। সেখানেই এই অভিনেত্রী তার ভালোবাসার মানুষটিকে তালাবন্দিও করেন! ফ্রান্সের সাইন নদীর ওপর ‘পঁ দে আর্টস’ সেতুতে ‘আদনান-মেহজাবীন’র নাম লিখে তালা দিয়ে নদীতে চাবি ছুঁড়ে ফেলেন এই অভিনেত্রী। সেই ঘটনার ছবিও মেহজাবীন শেয়ার করেন ফেসবুকে। এর মাঝেই একজন অনুসারী কটাক্ষ করে বসেন। ওই ব্যক্তি মন্তব্যের ঘরে লেখেন,…
সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা সম্প্রতি তার বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়নি বলে গুঞ্জন চলছে। গণমাধ্যমে প্রকাশিত একটি উকিল নোটিশ থেকে জানা গেছে, এই ডিভোর্সের প্রক্রিয়ায় দুজন সাক্ষীর নাম উল্লেখ রয়েছে। তাদের একজন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং অন্যজন গোলাম মোর্শেদ নামে এক ব্যক্তি। অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং গায়িকা কনা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। কনার স্বামী গহীনের সঙ্গেও ফারিয়ার ভালো সম্পর্ক ছিল এবং বিভিন্ন সময়ে এই তিনজনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। নুসরাত ফারিয়ার ব্যক্তিগত জীবনও সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তিনি ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল…
এখন থেকে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় মাল্টিপল অ্যান্ট্রি ভিসা সুবিধা পাবেন। এ বিষয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল অ্যান্ট্রি ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে। হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল অ্যান্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরসমূহে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে।
গোসল করা শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়ই নয়, এটি আমাদের ঘুম, মেজাজ, সৃজনশীলতা এমনকি ত্বকের স্বাস্থ্যেও বড় প্রভাব ফেলে। তাই দিনের কোন সময় গোসল করবেন, সেটি নির্ভর করে আপনার জীবনধারা ও উদ্দেশ্যের ওপর। রাতের গোসল: ঘুম ও মানসিক প্রশান্তির জন্য উপকারী হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক শাহাব হাঘায়েঘের মতে, রাতে উষ্ণ পানিতে গোসল করলে ঘুমের মান উন্নত হয়। তার গবেষণায় দেখা গেছে, ঘুমের ১-২ ঘণ্টা আগে উষ্ণ পানি দিয়ে গোসল শরীরকে ঠাণ্ডা হতে সহায়তা করে, যা গভীর ঘুমে যেতে সাহায্য করে। এটি আমাদের স্বাভাবিক সারকেডিয়ান রিদম বা ২৪ ঘণ্টার শরীরচক্রের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। রাতের গোসল শুধু ঘুম নয়, সৃজনশীলতা বৃদ্ধিতেও সহায়ক। দিনের শেষে…
মার্চ টু গোপালগঞ্জ: সারজিস
দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জুলাইয়ের প্রথম প্রহর থেকেই মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দলটির নেতারা আগামী বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে সফর করবেন। এ বিষয়ে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম লিখেছেন ‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ’। এরপর নিজের পোস্টের কমেন্ট সেকশনে তিনি আরও লিখেছেন, ‘আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১ টায়।’
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.