Author: NADEEM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের খোঁজখবর নিয়েছেন। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে যান তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে বিকেল ৫টার পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য শুরু করেন জামায়াত আমির। ৫টা ২০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মঞ্চেই পড়ে যান। কিছুক্ষণ পর মঞ্চে থাকা অন্য নেতারা তাকে সহায়তা করে উঠে দাঁড় করান। এ সময় কেউ তাকে ধরে রাখেন, কেউ আবার খোলা মাথায় বাতাস দেন। ৫টা ২৩ মিনিটে আবার বক্তব্য শুরু করেন তিনি। ১ মিনিট বক্তব্য না দিতেই ফের অসুস্থ…
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের পরিবহনের জন্য চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ট্রেন ভাড়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। অনেকেই রেলওয়ের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন পরিচালনা সংক্রান্ত একটি ব্যাখ্যামূলক বিবৃতি দিয়েছে। শুক্রবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ ট্রেন পরিচালনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিষয়টি কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে…
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগে মনোনীত আইনজীবীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া হয়েছে। পাশাপাশি, দীর্ঘদিনের বিতর্কিত তদবিরনির্ভর পদ্ধতির পরিবর্তে এবার নিয়োগ প্রক্রিয়ায় এসেছে কাঙ্ক্ষিত স্বচ্ছতা ও কাঠামোগত পরিবর্তন। শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ভাইভায় অংশ নেন চূড়ান্তভাবে নির্বাচিত ৫৩ জন আইনজীবী। ভাইভা নেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। এর আগে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ ছিল রাজনৈতিক প্রভাব ও সুপারিশনির্ভর। তবে এবারই প্রথম বিচারপতি নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে সুপ্রিম কোর্ট প্রশাসন। এই নিয়োগ হচ্ছে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ অনুযায়ী গঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে।…
হাসপাতালে ভর্তি হৃতিকের বাবা
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা হৃতিক রোশানের বাবা রাকেশ রোশন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (১৬ জুলাই) হঠাৎ অস্বস্তিবোধ করেন রাকেশ রোশান। তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা দেখে চিকিৎসকরা আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেন। তবে এখন আগের চেয়ে ভালো আছেন রাকেশ। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এ বিষয়ে রাকেশ রোশানের কন্যা সুনয়না রোশান বলেন, বাবার অ্যানজিওওপ্লাস্টি করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন, চিন্তার কিছু নেই বলে আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা। তবে বেশ কিছুদিন বাবাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বর্তমানে রাকেশ রোশানের পাশে রয়েছেন তার…
পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগরের রহস্যজনক মৃত্যুকে ঘিরে আরও কিছু তথ্য সামনে এনেছে পুলিশ। তদন্তে জানা গেছে, তার বাসা থেকে একটি মোবাইল ফোন, ডায়েরি এবং একটি ট্যাবলেট জব্দ করা হয়েছে। মোবাইলে দুই হাজারের বেশি নম্বর সংরক্ষিত থাকলেও বিপদের সময় একটিও সাহায্যকারী নম্বর খুঁজে পাননি হুমায়রা। পুলিশ জানায়, গত বছরের ৭ অক্টোবর অন্তত ১৪ জনকে ফোন করার চেষ্টা করেছিলেন হুমায়রা, যাদের একজন জনপ্রিয় পরিচালকও—বর্তমানে যিনি ইসলামাবাদে অবস্থান করছেন। কিন্তু কেউই তার ফোন রিসিভ করেননি। হুমায়রার ফোন, ডায়েরি ও একটি ক্ষতিগ্রস্ত ট্যাবলেট বর্তমানে প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। তার মোবাইলে মোট ২,২১৫টি কন্টাক্ট ছিল, কিন্তু শেষ সময়ে কেউ তার পাশে ছিল না। এছাড়াও…
সলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির কথা উঠলেই কিছু মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। কারণ, এই পদ্ধতি বাস্তবায়ন হলে চাঁদাবাজি, ভোট ডাকাতি, দলীয়করণ এবং বিদেশে অর্থ পাচারের পথ বন্ধ হয়ে যাবে। অথচ যারা এই ব্যবস্থার বিরোধিতা করছে, তারা আজও এর কোনো যৌক্তিক অসুবিধা দেখাতে পারেনি। আমরা এমন নির্বাচন পদ্ধতি চাই না, যেখানে ফ্যাসিস্ট, খুনি ও চাঁদাবাজদের জন্ম হয়।’ শুক্রবার (১৮ জুলাই) এক দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমাদের কানে এখনো বাজে মুগ্ধের ‘পানি লাগবে পানি’। আবু সাঈদের মতো নিরপরাধ মেধাবী ছাত্রকে…
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনায় না গিয়ে দ্রুত নির্বাচনের আয়োজন করুন। আমরা সহযোগিতা করছি—নির্বাচন দিন, দেশে শান্তি ফিরে আসবে। শুক্রবার (১৮ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মৌন মিছিলে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, জুলাই আন্দোলনের শহীদদের বিক্রি করে কেউ কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। সরকার এক দলকে কোলে, আরেক দলকে কাঁধে রেখেছেন। তিনি বলেন, শহীদদের জন্য মাঝে মাঝে খুব আফসোস হয়, কষ্ট হয়। আমার মনে হয়, শহীদদের কেউ যদি বেঁচে থাকতেন বা তারা যদি বুঝতে পারতেন তাদের লাশ নিয়ে, তাদের আত্মীয়-স্বজনকে নিয়ে রাজনৈতিক ব্যবসা চলছে, তারা লজ্জা…
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের হরিপুর সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে। আটক হওয়া ব্যক্তিরা হলেন সঞ্জরপুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) এবং তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)। আটকদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ওই তিনজন সীমান্তবর্তী এলাকায় মাছ ধরছিলেন। তারা বাংলাদেশ সীমানার ভেতরে থাকলেও বিএসএফ সদস্যরা তাদের চোরাচালানের সন্দেহে ধরে নিয়ে যায়। মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, ‘আমার ভাই ও অন্য দুইজন বাংলাদেশ অংশেই মাছ ধরছিল। হঠাৎ করে বিএসএফ এসে তাদের…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও স্থানীয় নির্বাচন যারা চান, তাদের অসৎ উদ্দেশ্য আছে। যারা বিভ্রান্তির মধ্য দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা স্থানীয় ও পিআর পদ্ধতিতে নির্বাচন চান। পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়? কেউ বোঝে না।’ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরের পল্লবীতে মহানগর উত্তর বিএনপির মৌন মিছিল কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে হবে। অনেকে এখন নতুনভাবে বাকপটুতায় মনোযোগ দিচ্ছেন, কেউ কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্নও দেখছেন—এটা ইতিবাচক। তবে যদি কেউ নির্বাচন বিলম্বিত করে ক্ষমতা…
মাত্র পাঁচ মাসের ব্যবধানে আবারও পশ্চিমবঙ্গের নদীতে ডুবে গেল একটি বাংলাদেশি কার্গো জাহাজ। জাহাজটি ডুবেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় নামখানা ব্লকের মুড়িগঙ্গা নদীতে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জাহাজটির তলদেশ ফেটে পানি ঢুকতে শুরু করে এবং শুক্রবার (১৮ জুলাই) সকালে জোয়ারের সময় পানিতে তলিয়ে যায় জাহাজটি। পশ্চিমবঙ্গের পোর্ট ট্রাস্ট অথরিটি জানিয়েছে, ‘এমভি সোহান মালতি’ নামের বার্জটি পশ্চিমবঙ্গের বজবজ পাওয়ার প্লান্ট থেকে ছাই (ফ্লাই অ্যাশ) নিয়ে ফিরছিল। বৃহস্পতিবার বিকেল নাগাদ পানি ঢুকে বার্জটি দুলতে থাকে। পরে শুক্রবার সকালে বার্জটি প্রায় পুরোটা ডুবে যায়। জাহাজটিতে ৮ জন নাবিক ছিলেন। তাদের স্থানীয় মৎস্যজীবী ও উপকূল রক্ষী বাহিনী উদ্ধার করে। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর বাংলাদেশি…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.