অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সদস্যপদ পেতে বাংলাদেশের প্রচেষ্টায় সমর্থন জানাতে মালয়েশিয়ার প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাহী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, আমরা আসিয়ানের একটি অংশ হতে চাই। এজন্য আপনাদের সমর্থন প্রয়োজন হবে। আসিয়ানের বর্তমান চেয়ার দেশ হিসেবে মালয়েশিয়া বাংলাদেশের আবেদনকে সমর্থন জানিয়ে একটি সক্রিয় ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে পূর্ণ সদস্যপদ প্রাপ্তিতেও সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার (sectoral dialogue partner) হতে আবেদন করে।
সাক্ষাতের শুরুতে নুরুল ইজ্জাহ সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এটা আমাদের দেশের জন্য একটি হৃদয়বিদারক ঘটনা। আমরা অনেক প্রাণ হারিয়েছি।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার নিয়ে আলোচনা করতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ছাত্ররা বুক পেতে গুলি খেয়েছে, ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করেছে। এটা শুরু হয়েছিল ছাত্র আন্দোলন হিসেবে, পরে সব শ্রেণির মানুষ এতে যোগ দেন।
তিনি আরও বলেন, ছাত্ররা রাস্তাঘাট ও দেয়ালগুলোকে ‘জুলাই বিপ্লব’-এর চেতনায় রাঙিয়ে তুলেছে।
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, এশিয়া দ্রুত বার্ধক্যের দিকে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে তরুণ জনশক্তি রয়েছে। আমাদের অর্ধেক জনসংখ্যার বয়স ২৭ বছরের নিচে। মালয়েশিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে শিল্প কারখানা স্থাপন করে এখান থেকে রপ্তানি করতে পারে। এতে দুই দেশেরই লাভ হবে।