গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গতকাল বুধবার দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর রাত ৮টা থেকে শহরজুড়ে কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালেও জেলাজুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সকালে শহরের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, কারফিউর কারণে স্থানীয় বাস চলাচল সম্পূর্ণ বন্ধ। ব্যবসা-বাণিজ্য ও পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে সড়কে কিছু সাধারণ মানুষকে চলাফেরা করতে দেখা গেছে।
শহরের পুলিশ লাইনস মোড়ে কথা হয় পরিবহন শ্রমিক আজগর আলী শেখের সঙ্গে। তিনি জানান, “কারফিউর কারণে রাস্তায় লোকজন নেই। লোকাল গাড়িগুলো চলছে না। গোপালগঞ্জ-টেকেরহাট, গোপালগঞ্জ-ব্যাশপুর এবং গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট রুটের বাস চলাচল বন্ধ আছে। তবে ঢাকাগামী কিছু দূরপাল্লার যানবাহন চলছে।”
উল্লেখ্য, গতকাল দুপুরে গোপালগঞ্জে সমাবেশ শেষ করে মাদারীপুর যাওয়ার পথে এনসিপি’র গাড়িবহরে হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে চারজন নিহত এবং পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। পরে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করে কারফিউ।
