গোপালগঞ্জকে বাদ দিয়ে নয়, গোপালগঞ্জকে সাথেই নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। আজ বুধবার (১৬ জুন) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেন, অনেকে আমাদের ৭১ বিরোধী হিসেবে চিহ্নিত করতে চান। কিন্তু ৭১ আমাদের, ২৪ আমাদের। ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ এই জনপদের মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়েছে। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত সেই লড়াই চলবে।
তিনি লিখেন, কোনো ব্যক্তি বা পরিবার আর বাংলাদেশকে কিনে নিতে পারবে না। কোনো একক স্বার্থে এই দেশ বিক্রি হবে না। বাংলাদেশ হবে সবার। যারা দেশের সংস্কারে বাধা দেবে, জনগণ তাদের মনে রাখবে।
গোপালগঞ্জ প্রসঙ্গে তাসনিম জারা লিখেন, আমাদের পদযাত্রা গোপালগঞ্জকে বাদ দিয়ে নয়। গোপালগঞ্জের সন্তানেরা যেন বৈষম্যের শিকার না হয়, সে জন্যেই আমাদের লড়াই। পথটা লম্বা, চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে, ইতিহাস বদলায়।