বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এখন থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ভেরিফিকেশন ফরম সরাসরি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ)।
বুধবার (৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত একটি পরিপত্রে এই সিদ্ধান্ত জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, এনটিআরসিএ কর্তৃপক্ষ নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ফরম সংগ্রহ করে তা সরাসরি পুলিশ অধিদপ্তরের স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে।
এর আগে বিদ্যমান নিয়ম অনুযায়ী, ভেরিফিকেশন ফরম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হতো। নতুন নিয়মে এই মধ্যবর্তী ধাপটি বাদ দেওয়া হয়েছে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থী যদি পুলিশ ভেরিফিকেশন ফরম না জমা দেন, তাহলে তাকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে না। অর্থাৎ, ভেরিফিকেশন ছাড়া নিয়োগের কোনো সুযোগ নেই।
এই সিদ্ধান্তের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘসূত্রিতা কমানো এবং নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করার লক্ষ্যেই এই নতুন পদ্ধতির উদ্যোগ নেওয়া হয়েছে। সরাসরি পুলিশের সঙ্গে যুক্ত হওয়ায় এনটিআরসিএ দ্রুত সময়ের মধ্যে ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবে বলে আশা করা হচ্ছে।