ঘটনাটি স্পেনের ঠিক কোন এলাকায় ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়। তবে অনেকের ধারণা, এটি ভিগো শহর বা মালাগায় ঘটতে পারে।
ওই রেস্তোরাঁ ম্যানেজার ইসরায়েলিদের গাজার ‘গণহত্যাকারী’ হিসেবে অভিহিত করতে থাকেন। এ সময় বেশ কয়েকবার ‘ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’ স্লোগানও দেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যানেজারের ধমক খেয়ে ইসরায়েলিরা একে একে করে উঠে চলে যাচ্ছে। ওই সময় তারাও কিছু বলার চেষ্টা করছিল। কিন্তু ম্যানেজার ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দেওয়া অব্যাহত রাখেন।
ভারী খাবার খাওয়ার আগে ওই ইসরায়েলিরা সম্ভবত কোমল পানীয় অর্ডার দিয়েছিল। যেগুলো ওই সময় টেবিলেই পড়ে ছিল।
সূত্র: টাইমস অব ইসরায়েল