গত মাসে ইরানের বিমান হামলায় ইসরাইলের কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এক ইসরাইলি সামরিক কর্মকর্তা।
বলা হচ্ছে, এই ধরনের স্থাপনাগুলোতে যে হামলা চালানো হয়েছে– এটিই প্রথমবারের মতো জনসমক্ষে তার স্বীকারোক্তি।
মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
সামরিক ব্রিফিংয়ের নিয়মে পরিচয় গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানি হামলা মাত্র ‘অল্প কয়েকটি’ স্থানে হয়েছে এবং ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটিগুলোর কার্যক্রম এখনও স্বাভাবিকভাবে চলছে।
প্রতিবেদন মতে, কোন সামরিক অবস্থানগুলো প্রভাবিত হয়েছে বা সামরিক অবকাঠামোর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা চিহ্নিত করাসহ এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি ওই কর্মকর্তা।
এর আগে গেল শনিবার ওরেগন স্টেট ইউনিভার্সিটির শেয়ার করা স্যাটেলাইট তথ্যের উদ্ধৃতি দিয়ে দ্য টেলিগ্রাফ জানায়, গত মাসে ১২ দিনের যুদ্ধের সময় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো পাঁচটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে আঘাত হানে।