মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে ভারতীয় নারী ফুটবল দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়বারের মতো বাছাইপর্ব উতরে বড় টুর্নামেন্টে ফিরছে টিম ইন্ডিয়া। এমন কৃতিত্বের পর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) ঘোষণা করেছে ৫০,০০০ মার্কিন ডলার অর্থাৎ ৬১ লাখ টাকার বেশি পুরস্কার। সেইসঙ্গে দেশে ফেরার পর মিলেছে জমকালো সংবর্ধনাও।
টুর্নামেন্টে ভারতীয় নারী দল মঙ্গোলিয়াকে ১৩-০, পূর্ব তিমুরকে ৪-০, ইরাককে ৫-০ এবং শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করে ২০২৬ সালের অস্ট্রেলিয়া এশিয়ান কাপে জায়গা। এর মাধ্যমে ২০০৩ সালের পর আবারও বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে খেলবে ভারত।
অন্যদিকে, প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের মূলপর্বে জায়গা করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমারে দুর্দান্ত লড়াইয়ের পর রবিবার রাতে তারা দেশে ফেরে। তখনই বাফুফের তরফে তাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়।
তবে অনুষ্ঠানে ছিল না কোনো অর্থ পুরস্কার। বরং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল শুধু পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “আমরা নারী দলের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আপনাদের ওপর আমাদের আস্থা আছে।”
অনেকেই হতাশ হয়েছেন এই নিরুত্তাপ প্রতিশ্রুতিতে। কারণ, গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে যে দেড় কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল, এখনো তা পুরোপুরি দেওয়া হয়নি। অনেক নারী ফুটবলার মাসে মাত্র ৫৫ হাজার টাকার সম্মানী পান।
দেশে নেই ঘরোয়া লিগ, নেই পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা—ফলে ঋতুপর্ণাদের আর্থিক সংকট এখনো কাটেনি। এশিয়ান কাপ নিশ্চিত করার পরও অর্থ পুরস্কার না থাকায় পুরো আয়োজনটাই যেন খানিকটা ম্লান হয়ে গেছে।
পলিপিক্স/মি