বলা হয়, বয়স তো কেবল একটা সংখ্যা। কিন্তু বাস্তবে তা যেন সহজে মেনে নিতে পারে না অনেকেই। সম্প্রতি প্রকাশ পেয়েছে রণবীর সিং অভিনীত নতুন ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। আর তা নিয়েই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারণ, ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করছেন নবাগত কিশোরী অভিনেত্রী সারা অর্জুন—যার বয়স রণবীরের চেয়ে প্রায় অর্ধেক!
ভাইরাল হওয়া এক দৃশ্যে দেখা যায়, রণবীর ও সারা ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছেন। বিষয়টি নিয়েই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ একে দৃষ্টিকটূ বলে সমালোচনা করেছেন, আবার কেউ ভাবছেন হয়তো গল্পের মোচড়েই রয়েছে এই রসায়নের ব্যাখ্যা। কেউ কেউ এমন মন্তব্যও করছেন—“দেখে তো কাকা-ভাইঝি মনে হচ্ছে!”
এত কম বয়সী একজন অভিনেত্রীকে রণবীরের বিপরীতে নেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও ছবির নির্মাতারা এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
উল্লেখ্য, ২০০৫ সালে জন্ম নেওয়া সারা অর্জুন জনপ্রিয় অভিনেতা রাজ অর্জুনের মেয়ে। মাত্র এক বছর বয়সেই বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। এরপর ২০১১ সালে তামিল সিনেমায় অভিষেক হয় তার। ‘এক থি দয়া’, ‘সৈভম’, ‘সান্ড কি আঁখ’ প্রভৃতি ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সারা।
সবচেয়ে আলোচিত হয় ২০২২ সালে মণিরত্নমের ‘পন্নিয়ন সেলভন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। সেখানে ঐশ্বরিয়া রাইয়ের চরিত্রের কৈশোররূপে তাকে দেখা গিয়েছিল।
তবে ‘ধুরন্ধর’-এ তার চরিত্র নিয়ে এখনও রহস্য বজায় রয়েছে।
পলিটিক্স/মি