শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে কেন্দ্র করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফেরানো হয়েছে ওপেনার মোহাম্মদ নাঈম ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। তবে পারফরম্যান্সে হতাশ করায় বাদ পড়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টি-টোয়েন্টি ব্যাটিং লাইনআপে দীর্ঘদিন ধরে বাজে পারফরম্যান্সের কারণে বছরের শুরুতেই অধিনায়কত্ব ছেড়েছিলেন নাজমুল। তার জায়গায় নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে, যিনি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন। নাজমুলের শেষ ১৯ ইনিংসে নেই কোনো ফিফটি, এবার দল থেকেও ছিটকে পড়লেন তিনি।
এ ছাড়া দলে রাখা হয়নি সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদকে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নাঈম ও সাইফউদ্দিন, সঙ্গে চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদও ফিরেছেন স্কোয়াডে। অবশ্য তাসকিনকে সব ম্যাচ খেলানো হবে না। স্পিন আক্রমণে থাকছেন নাসুম আহমেদ ও পেসার শরীফুল ইসলাম।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।