রাজধানীর ভাটারা থানার নূরের চালা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হন।
বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলেন, গৃহকর্তা হালিম শেখ (৫০) তার স্ত্রী শিউলি বেগম (৪৫), তার ছেলে হানিফ শেখ (২৮) এবং হালিম শেখের বোন রহিমা খাতুন (৫০)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা সাগর আহমেদ জানান, রাতে রান্নার সময় গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের চারজন দগ্ধ হন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, রাতে আহত চারজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং করা হচ্ছে। দগ্ধের পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।