“ইরান যদি পুনরায় পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে আবারও বোমা হামলা চালানো হবে”—কয়েক দিন আগে এমন হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ যেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ পায়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া উচিত।
তবে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি কখনোই বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি।
সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাভানি বলেন, পরমাণু সমৃদ্ধকরণ আমাদের একটি অখণ্ড অধিকার। আমরা এই অধিকার বাস্তবায়ন করে যাব এবং এতে কোনো আপস নেই।
স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করলেই শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড!
তিনি আরও বলেন, ইরান সবসময় সংলাপের পক্ষপাতী। তবে সংলাপের নামে নিঃশর্ত আত্মসমর্পণ আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। এটি মূলত রাজনৈতিক চাপ প্রয়োগ এবং আমাদের নীতির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা।
ইরাভানি আরও জানান, তেহরান আলোচনায় আগ্রহী থাকলেও বর্তমান আক্রমণাত্মক পরিবেশে নতুন করে কোনো আলোচনা শুরুর বাস্তব ক্ষেত্র তৈরি হয়নি। প্রেসিডেন্টের সঙ্গে কোনো বৈঠকেরও অনুরোধ আমরা পাইনি।
এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, আইএইএ যদি জোর করে পরিদর্শনে আসে, তাহলে সেটা কোনো চুক্তির অংশ নয় এবং এর পেছনে খারাপ উদ্দেশ্য থাকতে পারে। ইরান নিজের স্বার্থ ও জনগণকে রক্ষা করতে যেকোনো পদক্ষেপ নিতে পারে।