সৌদি আরবে যে কোনো মুহূর্তে ৫০ জন বন্দির শিরশ্ছেদ কার্যকর হতে পারে বলে জানা গেছে। বন্দিদের এবং তাদের পরিবারের সদস্যরা এই তথ্য জানিয়েছেন মিডল ইস্ট আইকে। তবে শিরশ্ছেদ কার্যকরের নির্দিষ্ট সময় এখনো প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আফ্রিকার হর্ন অঞ্চলের বাসিন্দা। তারা এখন নাজিরান কারাগারে বন্দী। মৃত্যুদণ্ড যেকোনো দিন হতে পারে বলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছে।
এই ব্যক্তিরা ইথিওপিয়া এবং সোমালিয়ার বাসিন্দা। তারা মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। সৌদি আরবে এ অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।
ইয়েমেন সীমান্তের কাছে নাজিরান কারাগারে বন্দীরা জানান, তাদের সাজা শিরশ্ছেদ শীঘ্রই কার্যকর করা হবে। কয়েক সপ্তাহ আগে কর্তৃপক্ষ তাদের এমনটি জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোষী সাব্যস্ত ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমাদের বলা হয়েছিল যে ঈদুল আযহার পরপরই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখন তা শুরু হয়েছে। আমাদের স্বজনদের বিদায় জানাতে বলেছে।’
দোষী সাব্যস্তদের নামের তালিকায় ৪৩ জন ইথিওপীয় এবং ১৩ জন সোমালি রয়েছেন । গত মাসে কমপক্ষে ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের শিরশ্ছেদের আয়োজন চলছে।