ঢাকার পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে তিনি বনানীর সামরিক কবরস্থানে গিয়ে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এর আগে, দিনের কর্মসূচি হিসেবে প্রথমে সকাল ১১টার পরে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি জিয়ারত করেন। এরপর তিনি একইস্থানে সদ্য সমাহিত হওয়া শহিদ শরীফ ওসমান হাদির কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান সরাসরি আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে যান। দুপুর ১টা ১০ মিনিটের দিকে তিনি সেখানে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
নির্বাচন কমিশন থেকে তারেক রহমান সরাসরি বনানী কবরস্থানে যান। সেখানে তিনি তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এরপর তিনি পার্শ্ববর্তী বনানী সামরিক কবরস্থানে তার শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে বৃহস্পতিবার দেশে ফিরেন তারেক রহমান। সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও ছিলেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে প্রথমে ফুল দিয়ে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এরপর তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা।
বিমানবন্দর থেকে বের হয়ে লালসবুজ রঙে সাজানো একটি বাসে করে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। সেখানে ১৬ মিনিট বক্তব্য দিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যান তিনি। মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সপরিবারে পৌঁছান তিনি।
