ভোটের জন্য একটি দল আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল। আওয়ামী লীগের হত্যাযজ্ঞ, দুর্নীতির ইতিহাস জাতিকে না ভোলার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।
তিনি বলেন একাত্তরকে দলীয়করণ করা ঠিক হয়নি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না।তারপরও মাঠে-ময়দানে আমাদের পরিকল্পনা নিয়ে যেতে হবে।
বিএনপির এই নেতা বলেন, আমাদের কথা পরিষ্কার, ইহজগতে আমরা কী করতে চাই সেটা জনগণের সামনে পরিষ্কার করা। আমরা তাদের বলব, এই আপনার স্বাস্থ্য, এই আপনার সন্তানের শিক্ষা, এই কৃষি উৎপাদনের উপকরণ পাওয়ার নিশ্চয়তা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাওয়া। এই আপনার জন্য স্বাস্থ্যকার্ড, এই কৃষিকার্ড, এই সার্বিক অর্থনৈতিক মুক্তির সনদ।
