অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা বিষয়ে বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোটখাটো যেসব ঘটনা ঘটেছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত কোনো দলের এসব ঘটনাকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ রাস্তা তো ওরকম ফাঁকা নেই। এখন অনেকে অনেক কিছুই প্রচার করে। কিন্তু ওরকম কিছু না। বড় রকমের কোনো সমস্যা নেই। ছোটখাটো দু’একটি ঘটনা ঘটেছে, সেটা মিডিয়ায় প্রচার হয়েছে। সেটা আপনারা দেখেছেন, আমিও দেখেছি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এসব ঘটনার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি।
