আওয়ামী লীগ লকডাউন ও নাশকতার পরিকল্পনা করে নির্বাচন বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণ শেষে পথসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস করবে আর আমরা বসে থাকবো- এটা কখনই হতে পারে না। সন্ত্রাস ও নাশকতা জনগণ কখনও সমর্থন করে না।
তিনি বলেন, বিএনপি জনগণের দল, রাজপথের দল। আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। কোনো ষড়যন্ত্র বা নাশকতার মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে পারবে না।
এ সময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোমিন আলী, আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার ও খালেক শিকদার, যুবদলের যুগ্ম-আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
