কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। সারোয়ার হোসেন রাব্বি নামে এক যুবক বিদেশ যাওয়ার জন্য ঋণ না পেয়ে ক্ষোভে মাইক ভাড়া করে অশালীন ভাষায় গালাগাল করেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি নিজেই মাইক ভাড়া করে বক্তৃতার মতো করে গালাগাল করেন এবং পুরো ঘটনাটি ভিডিও করে নিজের ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে রাব্বি বলেন, গত তিন-চার মাস ধরে তিনি সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু হাতে ১ লাখ টাকা না থাকায় যেতে পারছেন না। তিনি অভিযোগ করেন, এলাকার বিভিন্ন সমিতিতে ঋণের জন্য আবেদন করলেও কেউ তাকে সাহায্য করেনি।
রাব্বির দাবি, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি সমিতির সদস্যদের কাছে তার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন, যার ফলে তার লোন বন্ধ হয়ে গেছে। আর এই ক্ষোভ থেকেই তিনি এমন প্রতিবাদী পদক্ষেপ নিয়েছেন।
স্থানীয়দের মতে, রাব্বির ভিডিওটি বর্তমানে এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
