নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর, সদর উপজেলা সহ বেশ কয়েকটি এলাকায় হঠাৎ করে প্রবল ঝড় বয়ে গেছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে শুরু হওয়া এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বহু ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা।
স্থানীয়দের ভাষ্য, বিকেল ৪টার পর হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায়, এরপরই শুরু হয় ঝড়ের তাণ্ডব।
শুরু হয় প্রবল বেগে ঝড়, সঙ্গে মেঘের গর্জন। এর কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে লণ্ডভণ্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা।
বিশেষ করে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ী, মহাদেবপুর উপজেলার বিলশিকারী, দেওয়ানপুর ও সদর উপজেলা হাসাইগাড়ী এলাকায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।
বৈদ্যুতিক পিলার ওপরে পড়ায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি এলাকা।
