অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয়জীবন শুরু করেন ‘নট আউট’ নামের টিভি নাটকের মাধ্যমে, যা ছিল তার প্রথম টেলিভিশন নাটক। এরপর ধারাবাহিকভাবে অভিনয় দক্ষতায় তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন এবং একাধিক নাটকে অভিনয় করে প্রশংসা কুড়ান। বড় পর্দায় তার যাত্রা শুরু হয় ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে।
পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। সম্প্রতি এক পোস্ট আশনা হাবিব ভাবনা জানান যে, ‘দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা।’
পোস্ট তিনি লিখেছেন, ‘আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করি। এমনকি আমার নিজের ফেসবুক পেজ থেকেও। ছেলেদের চেয়ে মেয়েদের অনেক বেশি ঘৃণা আসে।’
তার কথায়, ‘বিশেষ করে কোনো অভিনেত্রী বা বিখ্যাত নারীকে নিয়ে। এই ঘৃণাটা আসে কোথা থেকে? হিংসা থেকে, জীবনে কিছু করতে না পারা থেকে।’
দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা উল্লেখ করে ভাবনা বলেন, ‘ইশ এরা যদি নিজেদের জীবনে কিছু করত তাহলে হয়ত মনটা একটু পরিষ্কার হতো। ওদের দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা।’