ঢাকা কলেজে ফের উঠল র্যাগিং বিতর্ক। অভিযোগ উঠেছে, সালাম না দেওয়ায় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের তীব্র রোদে দাঁড় করিয়ে অপমানজনক আচরণ করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কলেজের কেন্দ্রীয় মাঠের গ্যালারির পেছনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ সেশনের কয়েকজন শিক্ষার্থী জুনিয়রদের মাঠে ডেকে এনে রোদে দাঁড় করান। এ সময় সিনিয়ররা আক্রমণাত্মক ভাষায় হুমকি-ধমকি দেন। এমনকি একজন শিক্ষার্থী মোবাইলে অডিও রেকর্ডও করেন। সেখানে শোনা যায়, এক সিনিয়র অভিযোগ করছেন—সালাম না দেওয়ার কারণে জুনিয়রদের দাঁড় করানো হয়েছে।
রেকর্ডে সনাক্ত হওয়া শিক্ষার্থীরা হলেন বিভাগের দ্বিতীয় বর্ষের সি-আর নাইমুর রহমান মুল্লা ও তরিকুল রিমন। অভিযোগ রয়েছে, এর আগেও তারা জুনিয়রদের ক্লাসরুমে ডেকে অপমান করেছেন। আরেকটি রেকর্ডে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেও শোনা যায়।
ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, “প্রায়ই আমাদের র্যাগিং দেওয়া হয়। ভয়েই কিছু বলি না।”
প্রত্যক্ষদর্শী মুশফিকুর রহিম জানান, প্রথমে তিনি ভেবেছিলেন বহিরাগতরা খেলতে এসেছে। পরে বুঝতে পারেন বিষয়টি র্যাগিং। তার মতে, দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা বাড়বে।
অন্যদিকে, প্রথম বর্ষের সি-আর আব্দুর রহমান দাবি করেছেন, বড় ভাইরা পরামর্শ দেওয়ার জন্য ডেকেছিলেন, র্যাগিং হয়নি। তবে নাম-পরিচয় জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদার বলেন, “এটা র্যাগিং কিনা এখনো নিশ্চিত না। তবে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই বিভাগীয় প্রধানকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।