ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও বন্দি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন।
বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দিয়ে দেশের বেশ কিছু জায়গায় অচলাবস্থা সৃষ্টি করেছেন।
দীর্ঘদিন ধরে জিম্মিদের মুক্তির দাবি করে আসছেন তাদের পরিবার। এমন পরিস্থিতিতে, বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার গাজা সিটি দখলের পরিকল্পনা হাতে নিয়েছে।
১৭ আগস্ট ইসরায়েলি সাধারণ মানুষ বিক্ষোভের ডাক দেয়। শত শত মানুষ এতে অংশ নেন।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সকাল থেকে অন্তত ২৫ জনকে আটক করা হয়েছে। প্রধানত জনশৃঙ্খলা ভঙ্গ ও যান চলাচল বাধাগ্রস্ত করার অভিযোগে তারা আটক হয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জানান, তেলআবিবের বাণিজ্যিক এলাকায় ১১ জনকে আটক করা হয়েছে। পুলিশের প্রচেষ্টায় বেশিরভাগ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে জেরুজালেমের রুট ১৬ এখনো বন্ধ রয়েছে।
ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “জিম্মিরা কোনো বন্ধকী নয়, তাদের গাজা থেকে মুক্ত করতে হবে।”
সূত্র: টাইমস অব ইসরায়েল