পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের পরমাণু অস্ত্র হামলার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সোমবার নয়াদিল্লিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে পাকিস্তান তার প্রকৃত রং বা চেহারা উন্মোচিত করছে।
ভারতের কেন্দ্রীয় সরকার পাকিস্তানকে ‘দায়িত্বহীন পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশ’ হিসেবে উল্লেখ করে জানায়, পরমাণু অস্ত্রের সঙ্গে যে দায়িত্বশীলতা আসে, পাকিস্তানের সেটি নেই। তারা বলেছে, পাকিস্তানে গণতন্ত্রের অবস্থা শূন্য, কারণ সামরিক বাহিনী পুরো দেশকে নিয়ন্ত্রণ করে।
ফিল্ড মার্শাল মুনির ফ্লোরিডায় এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি পাকিস্তানের অস্তিত্ব বিপন্ন হয়, তারা অর্ধেক বিশ্ব ধ্বংস করার ক্ষমতা রাখে। তিনি বলেন, “আমরা পারমাণবিক শক্তিধর দেশ। আমরা ধ্বংস হচ্ছি মনে করলে, সঙ্গে সঙ্গে বিশ্বের অর্ধেককে ধ্বংস করে ফেলব।”
গত এপ্রিল মাসে ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ ভারতীয় পর্যটক নিহতের পর ভারত পাকিস্তানকে দায়ী করে সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত করেছিল।
সেনাপ্রধান অসীম মুনির ফ্লোরিডার অনুষ্ঠানে বলেন, তারা বাঁধ নির্মাণের অপেক্ষা করবে এবং বানানোর পর ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে সেটি ধ্বংস করে দেবে। তিনি আরও বলেন, “সিন্ধু নদ ভারতের সম্পত্তি নয়, আর আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই।”
সূত্র: এনডিটিভি