গাজীপুরে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এই ক্ষোভ ও নিন্দা জানান।
তিনি বলেন, ফুটপাতে কারা চাঁদাবাজি করে তা সবাই জানে। এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা স্পষ্ট। অবিলম্বে এদের গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে।
গাজী আতাউর রহমান বলেন, আগের দিনই গাজীপুর সদর থানার কাছেই আনোয়ার হোসেন নামের এক সাংবাদিকের ওপর সন্ত্রাসীরা নির্মম হামলা চালায়। সে ঘটনায় যদি প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিত, তাহলে সাংবাদিক তুহিনকে এত নৃশংসভাবে প্রাণ দিতে হতো না। তিনি আরও বলেন, সরকারের আচরণ দেখে মনে হচ্ছে—দেশে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কাছে তারা অসহায় আত্মসমর্পণ করেছে।
সবশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, আমরা জোর দাবি জানাচ্ছি—সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ও সংগঠনকে অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
