নেইমারের পর এবার কি ব্রাজিল পাচ্ছে আরেক জাদুকর? মাত্র ১৩ বছর বয়সেই ফুটবলবিশ্বে আলোড়ন তুলেছেন কাউয়ান বাসিলে। বেড়ে ওঠা সান্তোসে, আর বাবা আন্দ্রেজিনহো নিজেও ছিলেন ব্রাজিলের সাবেক ফুটবলার। ফুটবলীয় প্রতিভায় অনেকেই বলছেন, বাসিলেই হতে পারেন ব্রাজিলের ‘পরবর্তী নেইমার’।
৮ বছর বয়সে প্রথমবার নজরে আসেন বাসিলে। আর তখন থেকেই তাকে স্পন্সর করে আসছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। এটাই ছিল প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের সঙ্গে চুক্তি। যেখানে নেইমার চুক্তি করেছিলেন ১৩ বছর বয়সে, মেসি ১৫ তে। সেই রেকর্ড ভেঙেই আলোচনায় বাসিলে।
তার ড্রিবলিং, নিখুঁত পাসিং ও সহজাত গোল স্কোরিং দক্ষতা দেখে ফুটবল বিশ্লেষকেরা বলছেন, নেইমারের সঙ্গে তুলনা অমূলক নয়। গত বছর বয়সভিত্তিক আন্তর্জাতিক এক টুর্নামেন্টে নেতৃত্ব দিয়ে সান্তোসের অনূর্ধ্ব-১৬ দলকে শিরোপা জেতান তিনি—তখন তার বয়স ছিল মাত্র ১২!
এখন ১৩ বছর বয়সী বাসিলে অপেক্ষায় আছেন অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নেওয়ার। দুই দিন আগে সান্তোস ক্লাবের সঙ্গে ইমেজ-স্বত্বের চুক্তিও করেছেন, যা তাকে আবারও আলোচনায় এনেছে। নেইমারের পর এত অল্প বয়সে সান্তোসের সঙ্গে এমন চুক্তি আর কেউ করেনি।
এই গতি, প্রতিভা আর অর্জন যদি ধরে রাখতে পারেন, তবে নিঃসন্দেহে ব্রাজিল পেতে পারে তার ‘নেইমার ২.০’।