২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৪.৫৯ শতাংশ কম। ২০২৪ সালে এই হার ছিল ৮৩.০৪ শতাংশ।

বৃহস্পতিবার, ১০ জুলাই দুপুরে, সারাদেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। ফল প্রকাশ করেছে—

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড: ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

এবারের পরীক্ষায় মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

আনুষ্ঠানিকতা ছিল না, তবে তথ্য জানানো হয় বোর্ড থেকে প্রতিবারের মতো এবার ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়নি। তবে, ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হয় একটি মতবিনিময় সভা।

সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। তিনি জানান, “এই বছর ফলাফলে কিছুটা ভিন্নতা দেখা গেছে। পাসের হার কমলেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা যথেষ্ট সন্তোষজনক।”

ফলাফল পাওয়া যাবে যেভাবে:
অনলাইন:
প্রতিটি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট ও educationboardresults.gov.bd থেকে ফলাফল জানা যাচ্ছে।

SMS এর মাধ্যমে:
SSC BoardName Roll Year পাঠিয়ে ১৬২২২ নম্বরে পাঠালেই এসএমএসে ফল পাওয়া যাবে।

পলিটিক্স/মি

Share.
Leave A Reply

Exit mobile version